সীমান্তের ওপাশ থেকে নতুন করে চক্রান্ত হচ্ছে: বিএনপি মহাসচিব

0

সীমান্তের ওপাশ থেকে নতুন করে চক্রান্ত হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টরা বহির্বিশ্বে দেখাতে চায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র কনভেনশনে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘দেশ এখনও ক্রান্তিকাল পার হয়নি, চারদিকে অন্ধকার পাকিয়ে আছে।’ এছাড়াও সাম্প্রতিক ছাত্রদের সংঘাতে জড়ানোকে চক্রান্ত ও ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি।

ইসকনের কিংবা ধর্মের নামে আইনজীবী হত্যার ঘটনা নতুন বাংলাদেশে কেউ দেখতে চায়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব আরো বলেন, ‘বছরের পর বছর কারাগারে থেকে বেগম জিয়া আপস করেননি, গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভূমিকা ছিল খালেদা জিয়ার।’

ইএ