রেলওয়ের নতুন মহাপরিচালক আফজাল হোসেন

দেশে এখন
0

বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন মো. আফজাল হোসেন। তিনি সরদার সাহাদাত আলীর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন।

আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব উজ্জ্বল কুমার ঘোষের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন মহাপরিচালক নিয়োগের তথ্য জানানো হয়। এ আদেশ আগামী ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আফজাল হোসেন মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা এর দায়িত্ব পালন করবেন। যিনি এর আগে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) ছিলেন। এর আগে দীর্ঘদিন তিনি প্রকল্প পরিচালক হিসেবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে দায়িত্ব পালন করেছিলেন।

ইএ