আটককৃতরা হলো জামালপুর জেলার বরিশাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মিলনের ছেলে শিপন হোসেন রাসেল(২২), শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার গৌর জরিনা গ্রামের ছবর আলীর ছেলে সামিউল হক(৩০) ও নেত্রকোণা জেলা সাদরের দুর্গাশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন(২৮)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, 'যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা ছিল। যশোর শহরের আব্দুর রাজ্জাক কলেজে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ নিয়োগ নিয়োগের লিখিত পরীক্ষা চলছিল। পরীক্ষার্থীদের আইডি কার্ড পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় প্রকৃত পরীক্ষার্থী আলিমুল কিন্তু তার জায়গায় পরীক্ষা দিচ্ছে শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেল পরীক্ষার্থী তার জায়গায় পরীক্ষা দিচ্ছে শামিউল হক ও রাকিবুলের স্থলে পরীক্ষা দিচ্ছে সানোয়ার হোসেন। ওই সময়ই ওই তিনজনকে আটক করা হয়েছে।'
আব্দুর রাজ্জাক বলেন, 'আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ এনে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।'