চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

0

লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জমিয়তুল ফালাহ জামে মসজিদের জানাজায় অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি- জামায়াতের নেতাকর্মীসহ অন্যরা।

সকাল ১০টা থেকেই জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শোকাহত জনতা।

অংশ নেন কেন্দ্রীয় ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম। জানাজায় অংশ নিয়ে তারা বলেন, পতিত ফ্যাসিবাদ ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ইসকনকে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ সনাতনীদের ব্যবহার করছে একটি চক্র। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলেও দাবি করেন বক্তারা।

এর আগে সকাল ১০ টায় চট্টগ্রাম আদালত চত্বরেও নিহতের জানাজা অনুষ্ঠিত হয়।

পরে বিকেলে নগরীর নিউ মার্কেট চত্বরে আরও একটি জানাজা শেষে সাতকানিয়ায় নিজ গ্রামে নিহত আইনজীবীর দাফনের কথা রয়েছে।

ইএ