দেশে এখন
0

জনগণের ন্যূনতম আয়ের অধিকার নিশ্চিত করার দাবি সিপিডির

বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্সের তথ্যমতে গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩-২৪ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়ায় ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার। যা গত ২০২২-২৩ অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার। তবে পরিসংখ্যানের হিসাব আর বাস্তবের চিত্র একদম ভিন্ন। সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি অবশ্য বলছে, দেশে ৪০ টি ওয়েজ বোর্ড আছে তবে বর্তমান প্রেক্ষিতে সবগুলোই দারিদ্র্য সীমার নিচে।

সকালে রাজধানীতে বাংলাদেশে সর্বজনীন মৌলিক আয়ের কার্যকারিতা মূল্যায়ন নিয়ে আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি। এতে অংশ নেন সরকারের বিভিন্ন স্টেকহোল্ডার সহ রাজনৈতিক দলের নেতারা। এসময় উঠে আসে দেশের ওয়েজ বোর্ডগুলোর বৈষম্যের কথা।

বক্তারা জানান, বাংলাদেশে এখনই ন্যূনতম সার্বিক ওয়েজ বোর্ড তৈরি করতে হবে। এজন্য জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে হতে হবে দুর্নীতিমুক্ত।

দেশের নাগরিক হিসেবে জনগণের ন্যূনতম আয়ের অধিকার আছে এবং সেটি এখনই ঠিক করার দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

এছাড়াও বাংলাদেশকে এখন থেকেই জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে চিন্তা করতে হবে বলে জানান অংশ নেয়া অর্থনীতিবিদরা। বাংলাদেশে ন্যূনতম ওয়েজবোর্ড তৈরি করারও আহ্বান জানান বক্তারা।

এদিকে বিএনপির পক্ষ থেকে আলোচনায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলবে। যেখানে থাকবে ফ্রি স্বাস্থ্যসেবা ও শিক্ষানীতি।

সদ্য পাস বেকারদের এক বছর পর্যন্ত ভাতা দেয়ারও কথা বলেন আমির খসরু। এছাড়াও বিএনপি ফ্রি স্বাস্থ্যসেবা ও শিক্ষানীতিও বিএনপি তৈরি করবে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশকে এখন থেকেই জনকল্যাণমুখী রাষ্ট্র হিসাবে চিন্তা করার আহ্বান জানান অর্থনীতিবিদরা। এছাড়াও যাদের আয় ৪৫০০ টাকার কম তাদের ওয়েজ বোর্ডের অধীনে আনারও দাবি জানান তারা।

দেশের জনগণের নাগরিক হিসেবে ন্যূনতম আয়ের অধিকার আছে এবং অন্তর্বর্তী সরকারের আমলেই সেটি ঠিক করার আহ্বান জানান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।

এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিকের প্রকাশ পাওয়া বিভিন্ন তথ্যে গড়মিল আছে বলেও জানান বক্তারা।

এএম