বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। বর্তমান অবস্থায় আমরা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে দলীয় অবস্থান জানিয়েছি। আরো যেসব সিদ্ধান্ত সেগুলো সামনে আসবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি প্রস্তাব কবে দেবে, এ প্রশ্নের উত্তরে সেলিমা রহমান জানান, এটা বিএনপি বিএনপির মতোই দেবে।
বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং হাফিজ উদ্দিন আহমেদ।
এছাড়া বৈঠকে ভাচুয়ালি অংশ নেন মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।