দেশে এখন
0

‘সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকার প্রয়োজন’

সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

আজ (শনিবার, ২৩ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পার্থ বলেন, ‘সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকার প্রয়োজন। সংবিধান সংশোধন করার নৈতিক অধিকার শুধু নির্বাচিত সরকারই রাখে।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ফিরিয়ে আনতে হবে।’

ব্যারিস্টার আন্দালিব রহমান বলেন, ‘আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই। যেসব রাজনৈতিক দল গণহত্যায় জড়িত ও সমর্থন করে তাদের নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে।’

বিজেপির চেয়ারম্যান বলেন, ‘যেকোনো আন্তর্জাতিক চুক্তি জনগণকে জানিয়ে করতে হবে।’

যারা বিদেশে অর্থ পাচার করেছে তাদের জন্য অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার আইন পাস করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এএইচ