দেশে এখন
0

দৃক গ্যালারিতে বিশ্বব্যাংক ওয়াল আর্ট প্রদর্শনী শুরু

রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে শুরু হয়েছে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বব্যাংক ওয়াল আর্ট প্রদর্শনী- 'পেইন্ট ইউর স্কাই, মেক ইট ইউরস'। আজ (শনিবার, ২৩ নভেম্বর) সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।

এ সময় অর্থ উপদেষ্টা বলেন, 'প্রতিবাদের ভাষা হাজার হাজার পাতা লিখে যতটা না বোঝানো যায় তার চেয়েও একটি মাত্র ছবি দিয়ে বোঝানো যায় হাজারগুণ।'

আর বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেন, 'বিশ্বব্যাংক সবসময়ই তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন করতে সংস্থাটি প্রতিজ্ঞাবদ্ধ। প্রদর্শনীতে ছাত্রদের নির্মিত বিভিন্ন দেয়াল শিল্প প্রদর্শন করা হয়েছে, যা একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য তাদের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।'

এই প্রদর্শনীর শিল্পকর্মগুলো এসেছে ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, রংপুর, খাগড়াছড়ি ও বান্দরবানসহ ১১ টি জেলা থেকে। প্রদর্শনী চলবে ৩০ নভেম্বর পর্যন্ত যা প্রতিদিন বিকাল ৩টা থেকে ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর একটি প্রকাশনা ও একটি ভিডিও চালু করেন।

ইএ