দেশে এখন
0

গ্রীন লাইফ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে বিক্ষোভ জানান স্বজনরা। শনিবার রাতে এমন অভিযোগ তুলে রোগীর পরিবারের সদস্যরা জানান- সময়মতো অপারেশন থিয়েটারে হাজির হননি সংশ্লিষ্ট চিকিৎসক। ঘটনা ধামাচাপা দিতে মারা যাওয়া রোগীর মেয়েকে হাসপাতালে চাকরি দেয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শনিবার দুপুরে রাজধানীর গ্রিন রোডে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট বাইপাস সার্জারি করাতে আসেন হৃদরোগে আক্রান্ত ৫৫ বছর বয়সী মোশারফ হোসেন।

দুপুর আড়াইটার দিকে তাকে নেয়া হয় অপারেশন থিয়েটারে। পরিবারের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মনজুরুল আলমের সার্জারি করার কথা থাকলেও তিনি সময়মতো হাজির হননি হাসপাতালে।

পরিবারের সদস্যদের দাবি- বিকেলে অপারেশন থিয়েটারে সার্জারি করেন অন্য ডাক্তার। এরপর সন্ধ্যা ৬টার দিকে মোশারফ হোসেনের মৃত্যুর খবর পাওয়া গেলে ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষোভ করেন তার স্বজনরা।

স্বজনদের দাবি, ঘটনা ধামাচাপা দিতে নিহতের নার্সিং পড়ুয়া মেয়েকে গ্রীন লাইফ হাসপাতালে চাকরি দেয়ার আশ্বাস দেয়া হয়। সাথে কিছু টাকা দিয়ে মরদেহ নিয়ে যাওয়ার তাগিদ দেয় কর্তৃপক্ষ। এসময় রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের হট্টগোল হয়।

শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ রোগীর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুসনদে প্রথমে তা রাত ৯টা ৩৫ মিনিট উল্লেখ করেন। পরে স্বজনদের তোপের মুখে সময় পরিবর্তন করে সময় শনিবার সন্ধ্যা ৬টা দেখিয়ে সনদ দেন। অভিযোগের বিষয়ে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য চাইলে কোন সদুত্তর দিতে পারেনি তারা।

ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে পরর্বতী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ওনার মৃত্যুর বিষয়ে পরিবারের যদি কোনো অভিযোগ থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব। হাসপাতালের প্রকৃত কোনো কর্তৃপক্ষ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে হাসপাতালের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয় নি।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশের উপস্থিতিতে হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এএইচ