দেশে এখন
0

‘বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি-কোটি টাকা অপচয় করেছে’

বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। আজ (শুক্রবার, ২২ নভেম্বর) দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, ‘বিদ্যুতের সমস্যা সমাধানে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।’

বিগত সরকারের রেলওয়ে বিভাগ উন্নয়নের নামে ব্যাপক লুটপাটের অভিযোগ করে উপদেষ্টা আরো বলেন, ‘প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বাহারি রেলস্টেশন তৈরি করেছেন আওয়ামী রেল মন্ত্রণালয়ের মন্ত্রীরা। কর্ণফুলী টানেল ১০ হাজার কোটি টাকা ব্যয় করে নির্মাণ করেছে। অথচ ওই টানেল দিয়ে কোনো যানবাহন চলাচল করে না।’

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘সারা দেশে রেলের অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে অভিযান চলছে। খুব শিগগিরই সৈয়দপুর রেলওয়ের বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে।’

রেলের যাত্রী সেবা বিষয়ে তিনি বলেন, ‘যাত্রী সেবা বৃদ্ধি করতে রেলওয়ে বিভাগের উন্নয়নে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। জনবল সংকটসহ রেলের উন্নয়নে নতুন করে পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের জনগণের রেলওয়ে বিভাগের সেবার মান বৃদ্ধি করতে চিন্তা ভাবনা করা হচ্ছে। যাতে যাত্রীরা রেল ভ্রমণে উন্নত সেবায় সারা দেশে যাতায়াত করতে পারে।’

লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, ‘আমি আজ পার্বতীপুরে অবস্থিত রেলওয়ে বিভাগের সর্ববৃহৎ লোকোমোটিভ কারখানা পরিদর্শন করছি। এই কারখানাটি আরো উন্নতভাবে প্রযুক্তি সমৃদ্ধ রেলওয়ে বিভাগকে সফল করতে পারে, সে বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে।’— বাসস

এএম