দেশে এখন
0

শেখ হাসিনা এখন স্বাচ্ছন্দ্যে আছেন: রুহুল কবির রিজভী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন স্বাচ্ছন্দ্যে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শুক্রবার, ২২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জুলাই-আগস্টে শেখ হাসিনা সরকারের নারকীয় গণহত্যার শিকার শ্রমিক-রিকশা চালকদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা এখন স্বাচ্ছন্দ্যে আছেন। এস আলম গ্রুপ সহ দেশের বড় বড় প্রকল্পের টাকা তিনি এখন ভোগ করবেন।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘যাদের দিয়ে হত্যা করিয়েছেন তাদের ছেড়ে নিজের জীবন বাঁচাতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। ফোনে নানা কথা বলে কর্মীদের মিথ্যা ভাবে উজ্জীবিত করার চেষ্টা করেছেন।’

গার্মেন্টস সেক্টরে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের প্রভাবশালীরা দায়ী বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে বর্তমানে দ্রব্যমূল্য নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘তেল ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য মাত্র কয়েকটি কোম্পানির মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে। তাদের কেন ধরা হচ্ছে না।’

রুহুল কবির রিজভী বলেন, ‘উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে মানুষ তা ভালো চোখে দেখছে না।’

তিনি বলেন, ‘উপদেষ্টারা চাকরিজীবীর মত কাজ করছেন। তারা কোনো বিপ্লবী আচরণ করছেন না।’ এসময় তিনি জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সকল আহত ও তাদের পরিবারের দায়িত্ব-রাষ্ট্রকে নিতে হবে বলেও জানান তিনি।

এ সময় প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আগামী রবিবারের মধ্যে চালিত ব্যাটারিচালিত রিকশা বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা রাখেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিল গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারে স্বজনরা, এ সময় তারা সকল আহত ও শহীদ পরিবারে দায়িত্ব-রাষ্ট্রকে নেওয়া দাবি জানান।

যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর
১১ বছর পর শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হেফাজতে ইসলামের

সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬২ সংস্কার প্রস্তাব বিএনপির

ইমরানের মুক্তির দাবিতে পাকিস্তানে রাজপথে লাখো বিক্ষোভকারী

শেখ হাসিনাকে ফেরাতে সরকারি কোনো নির্দেশনা আসেনি: তৌফিক হাসান

সজীব ওয়াজেদ জয় হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

শেখ হাসিনার প্রেস কনফারেন্সে সাংবাদিকের ভূমিকা ধরে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার

সঠিক উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে: শফিকুল আলম

'ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন শেখ হাসিনা'

জুলাই গণহত্যা: এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের

এস আলমের ঋণ আত্মসাৎ: কেন্দ্রীয় ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে তলব

পতিত ‘স্বৈরাচার’ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে : ড. ইউনূস

পাঠ্যবই থেকে শেখ হাসিনা ও তার পরিবারের ছবি অপসারণের আহ্বান শিক্ষাবিদদের