সবশেষ গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদকে।
এছাড়া স্বাস্থ্য, গণমাধ্যম, নারী ও শ্রমিক অধিকার- এই চারটি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে সরকার। কমিশনগুলোতে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের যুক্ত করা হয়েছে।
এরমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনে ১১জন, শ্রম সংস্কার কমিশনে ৯ জন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে ১২ জন, নারী বিষয়ক সংস্কার কমিশনে ১০ জন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনে ৭ জন সদস্য আপাতত যুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে কমিশনগুলো চাইলে আরও নতুন সদস্য যুক্ত করতে পারবে।