দেশে এখন
0

আরও একটি সংস্কার কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের

নতুন করে আরও একটি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মোট ১১টি কমিশন গঠিত হলো। আজ (সোমবার, ১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।

সবশেষ গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদকে।

এছাড়া স্বাস্থ্য, গণমাধ্যম, নারী ও শ্রমিক অধিকার- এই চারটি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে সরকার। কমিশনগুলোতে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের যুক্ত করা হয়েছে।

এরমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনে ১১জন, শ্রম সংস্কার কমিশনে ৯ জন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে ১২ জন, নারী বিষয়ক সংস্কার কমিশনে ১০ জন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনে ৭ জন সদস্য আপাতত যুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে কমিশনগুলো চাইলে আরও নতুন সদস্য যুক্ত করতে পারবে।

এএইচ