আজ (শুক্রবার, ৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার, ৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই দেশের নেতার সাক্ষাৎ হয় এবং সেখানে তারা কুশল বিনিময় করেন।
আরো পড়ুন: বাংলাদেশের মানুষ তার ইতিহাসে এক পুনর্জন্মের সাক্ষী হয়েছে: ড. ইউনূস
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে শেখ হাসিনার প্রত্যাবর্তন, সীমান্তে হত্যা বন্ধসহ গঙ্গা ও তিস্তা চুক্তি ইস্যুতে কথা হয়েছে বলেও জানান।