সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতেই ব্যাপক সংস্কার: প্রধান উপদেষ্টা

দেশে এখন
0

সরকার নিয়ে নেতিবাচক ধারণা পাল্টাতেই ব্যাপক সংস্কার বলে জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমসটেকে তরুণদের সম্মেলনে নতুন প্রজন্মকে উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি।

নোবেল জয়ী অর্থনীতিবিদ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে তরুণ প্রজন্ম মানেই সম্ভাবনা। এই তরুণদের সঙ্গে আয়োজন দিয়েই শুরু হলো প্রধান উপদেষ্টার থাইল্যান্ড সফরের কর্মসূচি।

স্থানীয় সময় দুপুরে ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণের পরই, তিনি সোজা চলে আসেন শহরের সিয়াম আইকোনে তরুণ উদ্যোক্তাদের এই সম্মেলনে। বিমসটেক সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত এই ফোরামে যোগ দেন বিভিন্ন দেশের উদ্যমী তরুণেরা।

প্রধান অতিথির বক্তব্যের শুরু করেন সমাজ পরিবর্তনের আলাপ দিয়েই। বলেন, নতুন সভ্যতায় টিকে থাকতে হলে পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।

সেবা দিয়ে বিশ্বকে বদলে দেয়ার আহ্বান জানিয়ে তিমি বলেন, শুধু অর্থ উপার্জন জীবনের লক্ষ হতে পারে না।

তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হবার আহবান জানিয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেন, চাকরি মানুষকে দাসত্বে পরিণত করে।

পরে নতুন উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস।

এর আগে বঙ্গোপসাগরীয় সাত দেশের অর্থনৈতিক জোট বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

এএইচ