দেশে এখন
0

‘অংশীজনদের নিয়ে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার’

সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পরই অংশীজনদের নিয়ে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের ১শ' দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এছাড়া ১শ দিনে ৮৬ হাজারের বেশি কর্মসংস্থান হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২৫ লাখ। যাদের বেশিরভাগই চাকরির জন্য বছরের পর বছর চেষ্টা চালিয়ে থাকেন।

দায়িত্ব নেয়ার পর বিগত ১০০ দিনে রাজস্ব ও প্রকল্প খাতে ৮৬ হাজার ২শ' ৭৭ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ২ বছরে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য আরো ৫ লাখ। এরই অংশ হিসেবে ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়েছে ১৯ হাজার যুব আর এখন প্রশিক্ষণ নিচ্ছেন ৫২ হাজার। প্রশিক্ষণার্থীদের একাংশ নিয়োগ পেয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে।

সরকারের দায়িত্ব নেয়ার ১০০ দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ক্রীড়াঙ্গনে সংস্কারের লক্ষ্যে উপজেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের পাশাপাশি ৪৫ টি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেয়া হয়। তবে খেলোয়াড়দের পারফরম্যান্স বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে নতুন স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার।

এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ১৬ বছরে ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ করা হয়েছে। এছাড়া সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর অংশীজনদের সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দেয়া হবে বলে জানান উপদেষ্টা আসিফ।

শ্রম অসন্তোষ নিরসনে সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরে শ্রম সচিব বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে তৃতীয় পক্ষ কাজ করছে। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

এএইচ