দেশে এখন
0

২৫তম বিসিএস ফোরামের সভাপতি নূরুল করিম, মহাসচিব ইলিয়াস কবির

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচ অল ক্যাডার ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। ফোরামের সভাপতি হিসেবে প্রশাসন ক্যাডারের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়া এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন পুলিশ সুপার ইলিয়াস কবির।

২৫তম ব্যাচের ক্যাডার প্রতিনিধিদের উপস্থিতে গতকাল (শনিবার) সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশন সম্মেলন কক্ষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্যের এই কমিটি গঠন হয়।

এছাড়া নতুন কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মো.সগীর হোসেন (প্রশাসন), সহ-সভাপতি শামীমা পারভীন (পুলিশ) ও ডা. মোহাম্মদ সায়িম রহমান ভূইয়া(ডেন্টাল), সাধারণ সম্পাদক ইলিয়াস কবীর (পুলিশ),যুগ্ম-সাধারণ সম্পাদক খাদেমুল করিম ইকবাল (অডিট) ও মো. জাফর ইমাম জেম (কর), সাংগঠনিক সম্পাদক ডা. মুশতাব শীরা মৌসুমী (স্বাস্থ্য), কোষাধ্যক্ষ মোহাম্মদ তাহেরুল ইসলাম (জুয়েল) (টেলিকম), আইন বিষয়ক সম্পাদক আলিমুন রাজিব (প্রশাসন), দপ্তর সম্পাদক আবু জাফর রাশেদ (প্রশাসন), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাহরিয়ার মো. কবির হাসান (স্বাস্থ্য), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুজ্জামান সাঈদ (তথ্য), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক (পিটার) (পররাষ্ট্র), জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক ড. লুৎফর রহমান (আনসার), সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান (শিক্ষা), উন্নয়ন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ (কৃষি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সেলিম আহমদ (প্রশাসন) এবং নির্বাহী সদস্য ড. মো. নেয়ামুল ইসলাম (কাস্টমস), প্রত্যুষ কুমার মজুমদার (পুলিশ), মো. আনিসুজ্জামান (পুলিশ), ডা. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য), ডা. মো. সাজ্জাদুর রহমান (স্বাস্থ্য), ডা. মোহা. আবু সায়েম (স্বাস্থ্য), এ. কে. এম. হামিদুর রহমান (সড়ক), গোলাম আজম (প্রাণিসম্পদ), মোহাম্মদ কামরুজ্জামান (সমবায়), এস. এম কায়সার আলী (খাদ্য), মোহাম্মদ মনিরুজ্জামান (ডাক), মোহাম্মদ সফিকুর রহমান (রেল), মোহাম্মদ নাজমুল হাসান (শিক্ষা), মোহাম্মদ আরিফুল ইসলাম (পরিসংখ্যান), মোহাম্মদ জাকির হোসেন (মৎস্য), মোহাম্মদ কামাল হোসেন (তথ্য) ও মোহাম্মদ আরিফুর রহমান (কৃষি)।

এএম