১৮ জুলাই, ধানমন্ডিতে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। ফারহানদের মতো হাজারো শিক্ষার্থীর রক্তের বিনিময়ে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের।
ফারহানের আত্মত্যাগকে স্মরণে রাখতেই রাজধানীতে উদ্বোধন হলো শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ। সংসদ ভবন এলাকায় তৈরি এ মাঠ বরাদ্দ করা হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য। নিজেদের জন্য খেলার মাঠ পেয়ে প্রাণখোলা উচ্ছ্বাস তাদের।
জুলাই আন্দোলনে শহীদ ফাইয়াজের আত্মত্যাগকে স্মরণে রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানান তার পরিবার। বলেন, চব্বিশের আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রাখতে পাঠ্যসূচিতেও যেন অন্তর্ভুক্ত করা হয় তাদের বীরত্বের গল্প।
উদ্বোধনী আয়োজন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 'পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা-উপজেলার স্টেডিয়ামগুলো জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নামে করা হবে।'
শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য রাজধানীর দখল হয়ে যাওয়া মাঠগুলো শিগগিরই পুনরুদ্ধারের কথা জানান ক্রীড়া উপদেষ্টা।
এ সময় উপদেষ্টা বলেন, 'বিশেষ শিশুরা খেলাধুলায় সফলতার মাধ্যমে যাতে দেশের নাম উজ্জ্বল করতে পারে তার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।'
দেশে একটি স্পোর্টস ভিলেজ তৈরির উদ্যোগের কথাও জানান ক্রীড়া উপদেষ্টা। যার মাধ্যমে ক্রীড়াঙ্গনের ৫৫টি ফেডারেশনকে এক ছাদের নিচে আনা হবে।