দেশে এখন
0

চিফ প্রসিকিউটরকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার ভিপি নুরের

জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারকে এক কোটি টাকা আর আহতদের ৫০ লাখ টাকা করে সহায়তা দিয়ে শহীদ পরিবার থেকে উপদেষ্টা নিয়োগ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন ভিপি নুর। তিনি বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সঙ্গে ছোট একটি ভুল বুঝাবুঝি হয়েছিল।' সেটি সমাধান করা হয়েছেও বলে জানান তিনি।

আজ (শুক্রবার, ১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর লালবাগে গণঅধিকার পরিষদের ব্যানারে জুলাই আগস্টের গণ-আন্দোলনে শহীদদের স্মরণ ও আলোচন সভায় এসব কথা বলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, 'জুলাই আগস্টের গণ-আন্দোলনে যারা রাজপথে একসঙ্গে লড়াই করেছে, তাদের মধ্যে ভাঙন শুরু হয়েছে। সবাইকে ঐক্যবোধ থাকতে হবে।'

সংখ্যানুপাতিক ভোটের নিয়ম চায় গণঅধিকার পরিষদ। দ্রুত সময় বিচার শেষ করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবিও জানান নুর।

আলোচন সভায় সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকারের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইএ