অপরাধ ও আদালত
দেশে এখন
0

আইন উপদেষ্টাকে হেনস্তা: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নিন্দা

সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী লীগ কর্মীর অসৌজন্যমূলক ও আক্রমণাত্মক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

আজ (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুল হক মিলন।

এ সময় তিনি বলেন, ‘দেশের সম্মান নষ্ট করে যারা সুইজারল্যান্ডে আসিফ নজরুলের সঙ্গে অশোভনীয় আচরণ করেছে তাদের আইনের আওতায় আনতে হবে।’

একইসঙ্গে আরো দাবি জানান, জুলাই আগস্টের গণ-আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন তাদের দ্রুত উন্নত চিকিৎসা দেয়ার। প্রয়োজনে বিদেশে চিকিৎসা দেয়ারও আহ্বান জানানো হয়।

এএইচ