এর আগে আজ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরায় নির্যাতিত শিশু। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, ‘ধর্ষণ ও বলাৎকারের বিচার দ্রুত শেষ করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে।’
আগামী সপ্তাহের শুরুতে (রোববার অথবা সোমবার) নতুন নারী ও শিশু নির্যাতনের আইন প্রণয়ন করা হবে বলেও জানান আসিফ নজরুল।
আরো পড়ুন:
মাগুরার ঘটনায় বিচারের বিষয়ে তিনি বলেন, ‘আজই পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ডিএনএ স্যাম্পল ৫ দিনের মধ্যে পাওয়া যাবে। আজই তাকে দাফনের জন্য হেলিকপ্টারে মাগুরা নিয়ে যাওয়া হবে। সাথে থাকবেন উপদেষ্টা ফরিদা আখতার।’
এর আগে গত রোববার আইন উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন, ধর্ষণের মামলায় তদন্তের সময় ৩০ থেকে কমিয়ে ১৫ দিন করা হচ্ছে। আর বিচার শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে। এ ছাড়া উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করেন তবে ডিএনএ প্রতিবেদন ছাড়াই চিকিৎসা সনদের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে মামলার বিচারকাজ চালাতে পারবেন। এমন বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে।
আরো পড়ুন:
উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। নির্যাতিত শিশুটির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। সে তৃতীয় শ্রেণিতে পড়তো। রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় কয়েক দিন আগে বড় বোনের বাড়ি মাগুরা শহরে বেড়াতে আসে।
গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তাকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।