বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। এর পাশাপাশি যেভাবে সংস্কার চলছে তাতে আগামীতে বিচারকদের মানে সমস্যা থাকবে না। আজ (মঙ্গলবার, ১২ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এ সময়ে তিনি আরো বলেন, ‘সরকারের পক্ষ থেকে কোনো গায়েবি মামলা দেয়া হচ্ছে না। তবে রাজনৈতিক কারণে এখনো ঢালাও গায়েবি মামলা দেয়া হচ্ছে এটি বিব্রতকর। ’
তিনি আরো বলেন, ‘উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইনের মাধ্যমে করা হবে।’এরই সঙ্গে আইনটিকে সময়োপযোগী করার কথাও বলেন তিনি।