আজ (বৃহস্পতিবার, ৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি।
পোস্টে তিনি লিখেন, 'বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে ফার্মগেটের পথচারী-সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেন, তখনো তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশাচালক নূর মোহাম্মদ তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।'
তিনি আরও লিখেন, 'শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারী সেই রিকশাটি আনা হয়েছে গণভবনের স্মৃতি যাদুঘরে। রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে শহীদের স্মৃতিচিহ্ন হিসাবে রাখা হবে।'