দেশে এখন
0

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ১৫১ বাংলাদেশি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে আরও ১৫১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে দেশটি থেকে এখন পর্যন্ত ৫ শতাধিক বাংলাদেশি ফিরেছেন। প্রবাসী কল্যাণ সচিব জানিয়েছেন যুদ্ধ আক্রান্ত দেশটি থেকে যতজন ফিরতে চাইবেন সবাইকেই সরকারি খরচে দেশে আনা হবে।

ইসরাইলের হামলায় লেবানন থেকে জীবন নিয়ে ফিরে এভাবেই সেখানকার ভয়ংকর পরিস্থিতির কথা জানালেন জামালপুরের মনজুরা বেগম।

শুধু মনজুরা বেগম নন। তার মত ১৫১ জন বুধবার মধ্যরাতে এসেছেন লেবাননের বিভিন্ন অঞ্চল থেকে। দেশে ফিরে তারাও জানালেন সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা।

গত দেড় মাসের বেশি সময় ধরে লেবাননে হামলা চালাচ্ছে ইসরাইল। নারী-শিশু সহ নিহত হচ্ছেন সেখানে থাকা অন্যান্য দেশের নাগরিকরাও। নিহত হয়েছেন একজন বাংলাদেশিও।

এ অবস্থায় ১৯ অক্টোবর থেকে নাগরিকদের ফেরাতে শুরু করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় অষ্টমবারের মতো সরকারি উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের সহযোগিতায় দেশে ফিরেন তারা। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানানো হয়।

দেশে ফিরে আসতে ইচ্ছুক সবাইকে সরকারি খরচে ফেরত আনা হবে। সেই সাথে এখন পর্যন্ত নাগরিকদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা নিশ্চিতে ৪৬ হাজার ডলার দেয়া হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বলেন, আমরা একদম প্রথম থেকেই শুরু করেছি। এখন পর্যন্ত ৪৬ হাজার ডলার দেয়া হয়েছে। যাতে ওখানে যারা আছেন তাদের খাবার, ওষুধ দিয়ে সহায়তা করতে পারি।’

বৈরুতে এখনো যেসব বাংলাদেশি রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান আইওএমের এ কর্মকর্তা।

এ নিয়ে এ পর্যন্ত লেবানন থেকে দেশে ফিরলেন ৫ শতাধিক বাংলাদেশি। ইসরাইলের হামলা থেকে বাঁচাতে সেখানে থাকা সবার জন্য সহযোগিতা চাইলেন ফিরে আসা বাংলাদেশিরা।

এএইচ