দেশে এখন
0

হ্যালোইন উৎসব মেতে উঠে নগরবাসী

ভুতুড়ে আবহে হ্যালোইন উৎসব মেতে উঠে নগরবাসী। ভৌতিক এ উৎসবকে কেন্দ্র করে বাহারি সাজে সেজেছে রাজধানীর হোটেল ও রেস্তোরাঁগুলো। পরিবারের সাথে শিশুদের অংশগ্রহণই বেশি।

৩১ অক্টোবরে নাকি মানুষের সান্নিধ্য লাভের আশায় অশরীরী শক্তি নেমে আসে পৃথিবীর বুকে! একটু আতঙ্ক, একটু ভয় মিশ্রিত পরিবেশে।

প্রতিবছরের মতো ভূতপ্রেমিদের পছন্দের দিন হয়ে উঠে এই হ্যালোউইন ডে। তবে এটি এখন আর ভয়ের বিষয় নয়, ধীরে ধীরে মজাদার এবং ভৌতিক উৎসবে পরিণত হয়ে উঠেছে। বিশেষ করে শিশুদের কাছে।

একজন শিশু বলেন, ‘আমি আমার বাবার সঙ্গে হ্যালোউইনে এসেছি। আমার প্রথমে একটু ভয় লেগেছিল। পরে সুন্দর লেগেছে।’

এই দিনটিকে কেন্দ্র করে নানা রকম খাবারের আয়োজন ও ভূতুড়ে আবহে সাজে হোটেল ও রেস্তোরাঁ। 'হ্যালোউইন নাইট পার্টি অন দ্যা স্কাইলাইন' এর আয়োজন করেছে ঢাকা রিজেন্সি।

আয়োজকদের একজন বলেন, ‘মেইনলি আমরা ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করি। এর সাথে কিছু বাচ্চাও এসেছে যারা খুব মজা করছে। আমাদের প্রোগ্রামের মেইন অ্যাক্টিভিটিস হচ্ছে বার-বি-কিউ বুফে ডিনার। এর সাথে থাকছে আমাদের কস্টিউম কনটেস্ট।’

হ্যালোউইন উৎসবে মেতে উঠতে অনেকেই এসেছেন পরিবার নিয়ে। অনেকেই সেজেছে ভুতের সাজে।

ভূতের সঙ্গে বসে ভূতুড়ে সিনেমা দেখা, ম্যাজিক শোসহ ভিন্ন আয়োজন সন্ধ্যা থেকে মেতে উঠে সবাই।

অনুষ্ঠানে আসা একজন বলেন, ‘অনেক ভালো লাগছে। আমি আমার পরিবারের সঙ্গে এসেছি। আমার স্বামী আর বাচ্চাদের নিয়ে এসেছি।’

হ্যালোউইন ডের আয়োজন চলবে আজ (শুক্রবার, ১ নভেম্বর) পর্যন্ত।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর