৫ আগস্ট কিংবা ৩৬ জুলাই। চব্বিশের গণঅভ্যুত্থান মূল স্রোত সেদিন ছিল শেখ হাসিনার বাসভবন গণভবনের অভিমুখে। গণভবনের দেয়ালজুড়ে বিপ্লবের চিহ্ন একে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা।
প্রায় ৩ মাস পর প্রথমবারের মতো সোমবার গান গণভবন পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস।
এসময় তার সাথে ছিল অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। গণভবনকে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের স্মৃতি জাদুঘরে রূপান্তর করার যে সিদ্ধান্ত হয়েছে, তা দ্রুত শুরুর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘জুলাই-আগস্টের হত্যাকাণ্ড ও বিপ্লব এবং পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনে কীভাবে গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করা যায় তা দ্রুত শুরুর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।’
সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গণভবনে যে জাদুঘর হবে, সেখানে থাকবে আয়না ঘরের রেপ্লিকাও।
ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। ছবি: এখন টিভি
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘অনেকগুলো আয়নাঘরের সন্ধান পাওয়া যাচ্ছে যারা এখনো নিখোঁজ, তাদের বিষয়েও কাজ চলছে।’
শফিকুল আলম বলেন, ‘আয়নাঘরের যারা যারা নিখোঁজ আছেন তাদের কমিশন খুঁজছে। বাংলাদেশে কতগুলো আয়না ঘর ছিল এইটার স্ট্যাটাস কি সেগুলো নিয়েও কাজ করছে।’
এদিকে রাষ্ট্রপতি অপসারণের ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আনতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানানো হয় প্রেস উইং থেকে।
আজাদ মজুমদার বলেন, ‘সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসতে চাচ্ছে।’
এসময় এক প্রশ্নের জবাবে প্রেস উইং জানায়, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে এখনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার৷ বিষয়টি সমাধান হবে আইনিভাবে।