আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) বিকেলে সাত দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ‘৭ম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় একথা বলেন।
স্কাউট জীবনের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা আরো বলেন, '৭ম কমডেকায় অংশগ্রহণকারীরা বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগণের কল্যাণে জনস্বাস্থ্য, স্যানিটেশন নিশ্চিতকরনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে। জনকল্যাণমূলক কর্মসূচি পালনে বাংলাদেশ সরকার সবসময় স্কাউটের পাশে থাকবে।'
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ এ ইতোমধ্যেই ৩৯৮টি রোভার স্কাউট দলের সদস্য, রোভার লিডার ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি ও নাম লিপিবদ্ধ করণের মধ্য দিয়ে গতকাল কমডেকার কর্মকাণ্ড শুরু হয়েছে।
'বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’-এ শ্লোগানে শুরু হওয়া ‘৭ম জাতীয় কমডেকার সমাপনী হবে ২৫’শে ফেব্রুয়ারি মঙ্গলবার।
এবারের কমডেকায় অংশ নিয়ে চার হাজার রোভার স্কাউট সদস্যসহ ছয় হাজার স্কাউটস। কমডেকা আকর্ষণীয় করে রাখতে সেবা সমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিঁড়ি, নামে শিক্ষণীয়, বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং কর্মকাণ্ড রাখা হয়েছে।