দেশে এখন
0

মৃত্যুর দু’দিন পর বাংলাদেশির মরদেহ হস্তান্তর করলো ভারত

নেত্রকোণায় মৃত্যুর দু’দিন পর এক বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে ভারত। আজ (শনিবার, ২৬ অক্টোবর) দুপুরে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করে ভারতীয় পুলিশ। বিজয়পুরের বাংলাদেশ-ভারত জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

নিহত বাংলাদেশি নাম রিজাউল করিম। তিনি শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নেত্রকোণা ৩১ বিজিবি জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় বিজিবির নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) মুন্সিপাড়া বিওপির দায়িত্বে থাকা দীগলবাঘ এলাকার সীমান্ত পিলার ১১৩৮/৪-এস এর কাছ দিয়ে ৭ জন বাংলাদেশি আনুমানিক ১০০-১৫০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে।

এসময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম হন। কিন্তু ১ জন সেখানে একটি কালভার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং অচেতন হয়ে পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে বিষয়টি জানাজানির পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার মাধ্যমে দু-দিন পর রেজাউল করিমের মরদেহ হস্তান্তর করে ভারত।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ভারতীয় পুলিশ রেজাউল করিম নামে এক বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহটির দ্বিতীয় ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর