জেলার সুগন্ধা ও বিষখলী নদীর বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে ইলিশ ধরার অভিযোগের প্রেক্ষিতে বিকেলে জেলা প্রশাসন, জেলা মৎস্য বিভাগ ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে।
অভিযানে জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জল কুমার রায়, ঝালকাঠি জেলা সেনা ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহরিয়ার, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা আনসার অ্যাডজুডেন্ট প্রদিপ কুমার ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মা ইলিশ রক্ষা অভিযানে ১৩ দিনে ঝালকাঠিতে ২ লাখ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া মা ইলিশ শিকারের অপরাধে দুই মৌসুমি জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।
নিষেধাজ্ঞা চলমান সময়ে জেলার ৩ হাজার ৭৫০ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশ রক্ষার অভিযান অব্যাহত থাকবে। এসময় সরকারি নির্দেশ অমান্য করে যদি কেউ ইলিশ শিকার করে তবে তাদের আইনগত ব্যবস্থা নেয়া হবে।