দেশে এখন
0

সারদায় পুলিশের ২৫০ ক্যাডেট এসআইকে অব্যাহতি

প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ২৫০ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ অক্টোবর) পুলিশ সদর দপ্তর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সদর দপ্তর জানায়, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের মধ্যে ২৫০ জনের অধিক প্রশিক্ষণার্থীকে অব্যহতি দেয়া হয়েছে।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদেরকে অব্যহতি দেওয়া হয়। ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিলো। এটি শেষ হবার কথা ছিল ৪ নভেম্বর। এর আগেও ৬২ জন এএসপিকে ছাত্রলীগের সম্পৃক্ততার কারণে অব্যাহতি দেয়া হয়।

গত ২০ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে শিক্ষানবিশ পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়। এরপর আজ ২৫০ প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতি প্রদানের তথ্য প্রকাশ্যে এলো।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর