বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে ধুলোবালির এমন চিত্র ঢাকা-শরীয়তপুর সড়কের। সড়ক জুড়ে ছোট-বড় গর্ত। যানবাহন চলে হেলেদুলে। নির্মাণাধীন ফোরলেন সড়কের ২৭ কিলোমিটার অংশ যেন মরণফাঁদ!
সড়কের এই করুণ অবস্থায় ২৭ কিলোমিটার পথ পাড়ি দিতেই নাকাল চলাচলকারীরা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলছে হাজার হাজার যানবাহন।
এদিকে, এই সড়কের কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন দুইটি সেতুর কাজও থমকে আছে। বাধ্য হয়েই পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই পারাপার হচ্ছে যানবাহন। সরু সেতুর কারণে সৃষ্টি হচ্ছে যানজট।
সড়ক নির্মাণ কাজের ধীরগতির কারণ হিসেবে জমি অধিগ্রহণ জটিলতাকেই দুষলেন নির্বাহী প্রকৌশলী। বলছেন, সব সংকট কাটিয়ে প্রকল্প চলতি মেয়াদের আগেই শেষ হবে সড়ক ও সেতুর নির্মাণ কাজ।
৩টি প্যাকেজে ঢাকা-শরীয়তপুর সংযোগ সড়ক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬শ ৮২ কোটি টাকা। যার সবশেষ প্যাকেজের চলতি মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুন।