বেলা বাড়ার সাথে সাথে যানজট কমতে শুরু করে। এতে উত্তরের মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা নারী শিশু ও প্রবীণরা রয়েছে তাদের ভোগান্তিটা একটু বেশি।
আরো পড়ুন: যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, 'বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তির হচ্ছে।'
যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। মানুষ স্বস্তিতে গন্তব্য পৌঁছাচ্ছে।ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।