দেশে এখন
0

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১২৯৮

গতকাল (শনিবার) সকাল থেকে আজ (রোববার) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১ হাজার ২৯৮জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (রোববার, ২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ১৯৬ জন, ঢাকায় (সিটি করপোরেশনের বাইরে) ২৮২, ঢাকা উত্তর সিটিতে ২৪২, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৬, খুলনাতে ১৪৬ জন রয়েছেন।

এছাড়া রাজশাহীতে ৪২ জন, ময়মনসিংহে ৩৮ জন, রংপুরে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে গত এক দিনে সারাদেশে ১ হাজার ৩০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৪৯ হাজার ৮৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৭ জনের।

এএইচ