রাজনীতি
দেশে এখন
0

শেখ হাসিনার প্রেতাত্মারাই বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে: রিজভী

দেশব্যাপী নাশকতা চালাতে শেখ হাসিনার প্রেতাত্মারাই বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার, ১৮ অক্টোবর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, 'স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনো মুক্ত নয়। পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা ভিতরে ঢুকে নাশকতা চালাচ্ছে। আর এর অংশ হিসেবে শেখ হাসিনার প্রেতাত্মারাই বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছে।'

অন্তর্বর্তী সরকারকে সতর্ক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'সংস্কারে বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সম্প্রতি আলোচিত আনুপাতিক ভোট পদ্ধতি জনমনে বিভ্রান্ত তৈরি করবে।'

হিংস্র দানবের যেন আর প্রত্যাবর্তন না হয় সেজন্য সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে তিনি বলেন, 'হাসিনার মতো শীর্ষ সন্ত্রাসীকে আশ্রয় দিয়ে ভারত পতিত স্বৈরাচার, অপরাধ ও অন্যায়কে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনাকে নিয়ে ভারতের দেয়া স্টেটমেন্টে বিগ ব্রাদার সুলভ আচরণ ফুটে উঠেছে।

এসএস