আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা

অপরাধ ও আদালত
দেশে এখন
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। আজ (সোমবার, ১৪ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানায় আইন মন্ত্রণালয়।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ট্রাইব্যুনাল ভেঙে দেয়া হয়।

পরে জুলাইয়ে আগস্টের হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিচার করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই নিয়োগ দেয়া প্রসিকিউশন টিম। এ পর্যন্ত ট্রাইব্যুনালে অর্ধশত মামলার অভিযোগ জমা পড়েছে। যার প্রায় সবগুলোতে প্রধান আসামি শেখ হাসিনা।

ইএ