দেশে এখন
0

একুশে পদকপ্রাপ্ত জামাল উদ্দিন হোসেন মারা গেছেন

বার্ধক্যজনিত কারণে ৭০'র দশকের টেলিভিশন ও মঞ্চ নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী একুশে পদকপ্রাপ্ত জামাল উদ্দিন হোসেন মারা গেছেন। কানাডার আলবার্টার ক্যালগিরিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর। ছেলে তাশফিন হোসেন আজ (শনিবার, ১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

কানাডার স্থানীয় সময় শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ক্যালগেরির রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও স্ত্রী রওশন আরা হোসেনকে রেখে গেছেন।

জামাল উদ্দিন হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তিনি এতদিন লাইফ সাপোর্টে ছিলেন।

টেলিভিশন ও মঞ্চ নাটকের এক সময়ের ব্যস্ত অভিনয়শিল্পী জামাল উদ্দিন হোসেন সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন।

ইএ