প্রবাস
0

বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে কাতারে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে কাতারে হয়ে গেল স্মরণকালের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মঞ্চ মাতালেন আসিফ আকবর, শাকিব খান, পরীমনিসহ একঝাঁক তারকা। এমন আয়োজনে উচ্ছ্বসিত প্রবাসীরা।

কাতারের রাজধানী দোহার এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটার। প্রবাসী বাংলাদেশিদের সম্মানে যেখানে হয়ে গেলো স্মরণকালের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। গানে গানে মঞ্চ মাতিয়েছেন মনির খান, আসিফ আকবরসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী।

রাফসান সাবাব ও রুহানি সালসাবিরের যৌথ উপস্থাপনায় কণ্ঠশিল্পী ছাড়াও অনুষ্ঠান যোগ দিয়ে দর্শকদের মন কেড়েছেন ওমর সানী, শাকিব খান, পরীমনিসহ একঝাঁক অভিনয়শিল্পী।

তারার মেলায় রূপ নেয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০ হাজার প্রবাসী বাংলাদেশি। এতে দোহার এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটার হয়ে ওঠে একটুকরো বাংলাদেশ। বিদেশের মাটিতে এতো বড় সাংস্কৃতিক আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিদের সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দোহায় মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক ছিল হ্যালো সুপারস্টারস।

এএইচ