দেশে এখন
0

স্বাধীনভাবে ধর্মচর্চার বিষয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

সবাই যাতে স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে সে বিষয় সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। পাশাপাশি সারাদেশে ধর্ম নিয়ে কেউ ভেদাভেদ তৈরি করতে না পারে সেবিষয় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আজ (শুক্রবার, ১১ অক্টোবর) সন্ধ্যায় ফার্মগেটের কৃষি ইনস্টিটিউটে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলে উপদেষ্টা নাহিদ। 

এসময় বর্তমান অন্তর্বর্তী এই সরকারকে নিয়ে অপপ্রচার চালানোয় নিন্দা জানান। এছাড়, সংখ্যালুঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন নাহিদ। 

তিনি আরও বলেন, ‘এই সরকার কোন রাজনৈতিক দলের নয় এটা জনগণের সরকার।’ 

নাহিদ ইসলাম বলেন, 'আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যেন সারা দেশে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করা যায়। এজন্য একদিন ছুটি বৃদ্ধি করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হচ্ছে।'

উপদেষ্টা বলেন, 'আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছি, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে যাব। একটি দেশের স্থিতিশীলতা নির্ভর করে সে দেশের ধর্মীয় সম্প্রীতির ওপর। আমরা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখতে চাই। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় না থাকলে এটি পুরো দক্ষিণ এশিয়াতেই প্রভাব ফেলবে।'

দেশের অনেক জায়গায় পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

পরিদর্শন শেষে পূজামণ্ডপে আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

এদিন মণ্ডপে কুমারী পুজো দিতে ভিড় করেন ভক্তরা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর