দেশে এখন
0

রাজধানীতে গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর মেলা শুরু

রাজধানীর কুড়িলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর মেলা। যেখানে দেশি-বিদেশি মিলিয়ে ৭০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশব্যাপী লিফটের বাজার বড় করার লক্ষ্যেই এই মেলার আয়োজন। আজ (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পঞ্চমবারের মতো শুরু হয়েছে এই মেলা। যেখানে রয়েছে আধুনিক প্রযুক্তির সব লিফট।

দেশের অবকাঠামো কিংবা বহুতল আবাসন খাতে চাহিদার শীর্ষে রয়েছে লিফট। এই চাহিদার কথা মাথায় রেখে ২০১৫ সাল থেকে দেশে আয়োজিত হচ্ছে গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর মেলা।

মেলা শুরুর পর থেকেই ভিড় করছেন দর্শনার্থীরা। প্রতিষ্ঠান বা ব্যক্তিগত ভবনের জন্যে লিফট দেখতে এসেছেন অনেকে। এক ছাদের নিচে এতগুলো প্রতিষ্ঠান থাকায় সহজই বেছে নিতে পারছেন পছন্দের এলিভেটর।

দর্শনার্থীদের মধ্যে একজন জানান, আমরা এক জায়গা থেকে এক ছাদের নিচে প্রত্যেকটা কোম্পানির পণ্য দেখতে পারছি। যাচাই-বাছাই করতেছি।

অংশ নেয়া প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, এই মেলার মাধ্যমে আধুনিক লিফটের সাথে গ্রাহকদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছে।

মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে একজন বলেন, ‘এই মেলায় আসলে দেখতে পাবেন বিশ্বের সমস্ত জায়েন্ট এলিভেটর কোম্পানির প্রযুক্তিগত উন্নতি কোন পর্যায়ে এসেছে।’

ভারতীয় প্রতিষ্ঠান ভার্গ কমিউনিকেশন উদ্যোগে আয়োজন করা হয়েছে এই মেলা। তারা বলছেন, এই মেলার মাধ্যমে দেশে লিফটের বাজার আরও প্রসারিত হবে।

দেশি ও বিদেশি মিলিয়ে মেলায় অংশ নিয়েছে ৭০টিরও বেশি প্রতিষ্ঠান। মেলা শেষ হবে ১৩ই অক্টোবর।