বিশ্ব অর্থনীতি
অর্থনীতি
0

আবু ধাবির আবাসন খাতে ১৩০ কোটি ডলারের লেনদেন

জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে আবু ধাবির আবাসন খাতে মোট ১ হাজার ৮১৩টি লেনদেন হয়েছে। সামগ্রিকভাবে এর পরিমাণ ৪৯২ কোটি দিরহাম বা ১৩০ কোটি ডলার। সম্প্রতি প্রোপার্টি ফাইন্ডারসের মার্কেট ওয়াচ ডাইজেস্ট প্রতিবেদনের বরাতে অ্যারাবিয়ান বিজনেস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এটি মোট লেনদেনের ৬৩ শতাংশ এবং মোট অর্থের ৫৬ শতাংশ। অন্যদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অফ-প্ল্যান মার্কেটে ৭৪৬টি লেনদেন হয়েছে। যা মোট বিক্রির ৪১ শতাংশ। যার আর্থিক পরিমাণ ৬৯ কোটি ৭০ লাখ ডলার।

অন্যদিকে আবাসন খাতের বিদ্যমান বাজারে বছরের এ সময়ে ১ হাজার ৬৭টি লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৫৯ শতাংশ। যেখানে আগের বছরের একই সময়ে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৭টি। সে হিসেবে এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে ৪২ দশমিক ৮ শতাংশ। গত আট প্রান্তিকের হিসেবে যা সর্বোচ্চ।

প্রোপার্টি ফাইন্ডারের চিফ রেভেনিউ অফিসার চেরিফ স্লেইম্যান বলেন, আবুধাবির বাজারে আমরা ইতিবাচক প্রবৃদ্ধির ধারা দেখতে পেয়েছি। যা পুরো অঞ্চলের আবাসন খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

এএইচ