হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন বাইপাস সড়ক। এই সড়কের গা ঘেঁষে নির্মাণ করা হচ্ছে বেশকিছু দোকান যার মধ্যে ২০টি ঘরের নির্মাণ প্রায় শেষের দিকে। সড়ক ও জনপথ বিভাগের ১০ কোটি টাকা মূল্যের ৮৪ শতক জায়গায় এসব ঘর নির্মাণ করছে মাছবাজার আড়তদার সমিতি।
সমিতির সভাপতির দাবি, মাছের আড়তের জন্য জমি তাদেরকে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আড়তের ১২২ জন সদস্যের চাঁদায় বাজার নির্মাণে এরই মধ্যে ব্যয় হয়েছে ৬০ লাখ টাকা।
তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসন থেকে একটি প্রতিবেদন চাওয়া হলেও এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া সড়ক বিভাগের জায়গা বরাদ্দ দেওয়ার এখতিয়ারও তাদের নেই।
কার্যালয়ের দুশ' মিটারের মধ্যে বছরখানেক ধরে নির্মাণকাজ চললেও অনেকটাই নীরব সড়ক বিভাগ। সম্প্রতি অবৈধ স্থাপনা অপসারণের জন্য আড়তদার সমিতিকে চিঠি দিয়েছেন উপ বিভাগীয় প্রকৌশলী।
সড়ক বিভাগের দাবি, সম্প্রতি অবৈধ দখলদার উচ্ছেদে ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জেলা প্রশাসনকে বেশ কয়েক দফা চিঠিও দেয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট এর নির্দেশ পেলেই উচ্ছেদ করা হবে এসব স্থাপনা।
দ্রুত উদ্যোগী হলে সকল অবৈধ দখল উচ্ছেদ সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। দ্রুতই জেলা প্রশাসন সব অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগী হবে, এমন দাবি হবিগঞ্জবাসীর।