দেশে এখন
0

‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা নয়, ধর্মহীনতায় বিশ্বাসী ছিল’

আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা নয়, ধর্মহীনতায় বিশ্বাসী ছিল। তাতে সমাজ থেকে মূল্যবোধ হারিয়ে গেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ (মঙ্গলবার, ১ অক্টোবর) জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাকরাইলস্থ আইডিইবিতে আলোচনা সভায় এসব বলেন তিনি।

তিনি বলেন, 'আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা নয়, ধর্মহীনতায় বিশ্বাসী ছিল। আর এর জন্য আমাদের সমাজ থেকে মূল্যবোধ হারিয়ে গেছে। আওয়ামী লীগ এখনও গুজব ছড়িয়ে সম্প্রতি নষ্টের চেষ্টা করছে।'

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জানান, গণহত্যার দায়ে আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত। সেই সাথে রাতে আর কোনো ভোট হবে না বলেও উল্লেখ করেন তিনি।

এসময় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, 'আন্দোলন এখনও শেষ হয়নি। দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে।'

অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসএস