আজ (মঙ্গলবার, ১ অক্টোবর) সকালে এই কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। যদিও আজ থেকে প্রথম এক সপ্তাহ চলবে এ বিষয়ে সতর্কতামূলক প্রচারণা। এরপর আইন না মানলে পর্যায়ক্রমে জরিমানা করা হবে।
উপদেষ্টা বলেন, ‘বিমানবন্দরে নেমেই হর্নের এমন বিকট শব্দ বিদেশিদের কাছে বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক ধারণা দেয়। তাই হর্নমুক্ত এলাকা ঘোষণায় বিমানবন্দরকেই বেছে নেয়া হয়েছে। ধীরে ধীরে ঢাকার প্রধান প্রধান সড়কগুলোতে এই কার্যক্রম শুরু করা হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘পর্যায়ক্রমে দেশের বাকি বিমানবন্দরগুলোকেও হর্নমুক্ত এলাকা ঘোষণা করা হবে।’