হবিগঞ্জে দিনমজুর হত্যার ১৬ বছর পর চারজনের মৃত্যুদণ্ড

মাধবপুরে দিনমজুর হত্যার ১৬ বছর পর চারজনের মৃত্যুদণ্ড | এখন টিভি
0

হবিগঞ্জের মাধবপুরে দিনমজুর ছাবু মিয়াকে গলাকেটে হত্যা মামলার ১৬ বছর পর চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ (মঙ্গলবার, ৯ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক একেএম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত ছাবু মিয়া মাধবপুর উপজেলার বারো চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে।

মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মাধবপুর উপজেলা বারো চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া ও আব্দুল মোল্লার ছেলে আবুল হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ছাবু মিয়া কিছুটা সরলসোজা প্রকৃতির লোক ছিলেন। ২০০৬ সালে তিন সন্তান রেখে তার স্ত্রী রাশেদা বেগম একই গ্রামের এমরান মিয়ার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ নিয়ে ছাবু মিয়া ও এমরান মিয়ার মধ্যে বিরোধ তৈরি হয়।

২০০৯ সালে এপ্রিলে এমরানসহ কয়েকজন ছাবু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়। পরে তাকে স্থানীয় সম্পদের হাওরে নিয়ে গলাকেটে হত্যা করে।

এ ঘটনায় তার ভাই হাফিজ মিয়া বাদি হয়ে পাঁচজনকে আসামি করে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার ১৬ বছর আদালত চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে মামলার আরেক আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর সামছু মিয়া চৌধুরী বলেন, '৩০২ ধারার সঙ্গে ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আমরা রায়ে খুশি।'

এসএস