সোমবার সকালে চাকরিতে প্রবেশসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে মিছিল ও স্লোগান দেয়ার সময় তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী।
এক পর্যায়ে মিছিল ও স্লোগান দেয়ার সময় তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। অবস্থান কর্মসূচিতে পুলিশের এই হামলার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের মধ্যে একজন জানান, আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি। তারা মাননীয়, তারাই এখানে টিয়ারশেল নিক্ষেপ করে। রাবার বুলেট নিক্ষেপ করে যার ফলে দুইজন আহত হয়েছে।
আমাকে মেরে শেষ করে দিয়েছে। আমরা এখানে আন্দোলন করছি, কারো গায়েও স্পর্শ করিনি বলেও জানান এক শিক্ষার্থী। তিনি আরো জানান, আমাদের হাতে কোনো অস্ত্র নাই। তাহলে আমাদের উপর এমন হামলা কেন?
এ সময় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনসার, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী কড়া নিরাপত্তা দিতে দেখা যায়। এক পর্যায়ে আন্দোলনকারীদের দাবির মুখে আন্দোলনকারীদের পক্ষ থেকে চারজন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যান।
প্রতিনিধিদের মধ্যে একজন বলেন, ‘আমাদের যে যৌক্তিক দাবি এটা সমাধান করার একটাই পথ আছে। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের যে যৌক্তিক দাবি সেটার চূড়ান্ত সমাধান করা। আর আমরা এতটুকু জানি কোনো পিএসের সাথে কথা বলে আমাদের দাবি বাস্তবায়ন হবে না।’
বৈঠক থেকে বের হয়ে চাকরি প্রত্যাশীর প্রতিনিধিরা বলেন, কর্মকমিশনের সাথে কথা বলার প্রস্তাব দিলে চাকরিপ্রত্যাশীরা তা প্রত্যাখ্যান করে এবং দাবি জানান প্রধান উপদেষ্টা ছাড়া অন্য কারো সাথে আলোচনায় বসবে না তারা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হলো ড. আব্দুল মুহিত চৌধুরি। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেয়া হয়েছে যে কয়েকজন সদস্য দরকার উনি নিবেন। আর ৭ দিনের মধ্যে এই কমিটি সরকারকে পরামর্শ দিবেন।’
চাকরিপ্রত্যাশীরা বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়ে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করলেও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি।