দেশে এখন
0

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিক বহনকারী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিনজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পোষাক কারখানার শ্রমিক বীথি আক্তার, ফুলি ও সাবিনা।

এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালি ব্রিজের কাছে মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টেসের পোষাক শ্রমিক বহনকারী বাস ও আরিচামুখী ট্রাকের সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে বাসটি রাস্তার উপরে এবং ট্রাকটি রাস্তা থেকে নিচে পড়ে যায়। বাসে ২৫ থেকে ৩০ জন নারী শ্রমিক ছিল। দুর্ঘটনায় গুরুতর আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বীথি আক্তার, ফুলি ও সাবিনাকে মৃত ঘোষণা করেন।

বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পরে যায়। এ দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। ঘটনার পরপরই সেখান থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।’

এএইচ