দেশে এখন
6

সমন্বয়ক মাহফুজকে 'মাস্টারমাইন্ড' হিসেবে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিঁয়াজো কমিটির সমন্বয়ক মো. মাহফুজ আলমকে (মাহফুজ আব্দুল্লাহ) কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানের 'নেপথ্য কারিগর' বা 'মাস্টারমাইন্ড' হিসেবে পরিচয় করিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মাহফুজ বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল (মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের 'ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ' অনুষ্ঠানে ড. ইউনূস সমন্বয়ক মাহফুজসহ আরো দুই তরুণের পরিচয়পর্বের পাশাপাশি তাদের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে ড. ইউনূস সাবেক প্রেসিডেন্টের সঙ্গে তার বন্ধুত্বের স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে সামনে এগিয়ে আসেন ক্লিনটন। ড. ইউনূস একমাত্র বয়স্ক ব্যক্তি, যাকে নেতৃত্বে পেতে তরুণ সমাজ মরিয়া হয়ে ছিল বলে জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এসময় তাদের বুদ্ধিদীপ্ত বিভিন্ন কথায় মানুষ বারবার হেসে ফেলছিলেন।

এরপর বাংলাদেশের জুলাই-আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট ও সেখানে ছাত্রদের অবদান তুলে ধরেন ড. ইউনূস। অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত আছেন জানিয়ে তাদের মঞ্চে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলমসহ তিনজন শিক্ষার্থী স্টেজে আসেন। এই তিন জনের মধ্যে একজন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।

বিল ক্লিন্টনের সঙ্গে করমর্দন সমন্বয়ক মাহফুজ। ছবি: সংগ্রহীত

ড. ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে, সেভাবে আমি কাউকে কোনোদিন বলতে শুনিনি। নতুন বিশ্ব গড়তে, নতুন বাংলাদেশ তৈরিতে তারা প্রস্তুত বলেও জানান ইউনূস।

তিনি বলেন, 'আপনাদের অনুরোধ করছি, তাদের পাশে থাকবেন যেন তাদের এই স্বপ্ন পূরণ হয়। আমাদের সবারই এই দায়িত্ব নিতে হবে।'

এসময় ক্লিনটনের হাত ধরে বলেন, 'তুমি তো আমাদের সঙ্গে থাকবেই।'

প্রধান উপদেষ্টা বলেন, 'তাদের দেখতে আর ১০টা মানুষের মতোই লাগবে। কিন্তু তাদের কথা শুনলে, তাদের কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তারা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তাদের লক্ষ্য থেকে পিছপা হয়নি। তাদের বক্তব্য ছিল, মেরে ফেললেও আমরা পথ ছাড়বো না।'

মাহফুজ আলমকে সামনে নিয়ে তিনি বলেন, 'মাহফুজ হচ্ছে আন্দোলনের পেছনের মাস্টারমাইন্ড। যদিও সে এটা স্বীকার করতে চায় না। বলে যে, সে একা নয়, আরো অনেকে আছে। কিন্তু এরই মধ্যে সে এই গণ-অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত।'

আন্দোলন খুব সুশৃঙ্খল ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 'এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়। খুবই গোছানো আন্দোলন। এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানতো না কে আন্দোলনের লিডার? যার ফলে একজনকে আটক করা যেতো না। বলাও যেতো না যে, একজনকে আটক করলে আন্দোলন শেষ।'

মাহফুজকে দেখিয়ে ড. ইউনূস বলেন, 'তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন। তাদের জন্য হাততালি হোক।'

এ সময় অনুষ্ঠানে উপস্থিত বিল ক্লিনটনসহ হলের সবাই করতালি দিয়ে সম্মান জানান বাংলাদেশি তরুণদের।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর