দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল হক, পিএসসি ও ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসি এবং বিএসএফের পক্ষে কিশানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি ইস আউল ও অ্যাডহক ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কমান্ড্যান্ট অলক ভূষন উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএসএফকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য সতর্ক করা হয়েছে। জানা গেছে, বিএসএফ জওয়ান সীমান্তের পিলার বুঝতে না পেরে ভুল করে অনুপ্রবেশ করে বাংলাদেশ ভূখণ্ডে।
ওই বিএসএফ সদস্য সীমান্তের মেইন ৩৩৪ নম্বর পিলার বা সাব পিলার ৬ এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়েছিল। এ সময় চাঁন্দেরহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। এসময় বিএসএফ সদস্য বাহিনীর পোশাকে পরিহিত থাকলেও তিনি নিরস্ত্র অবস্থান ছিলেন।