রাজনীতি
দেশে এখন
0

নতুন বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১২ দলীয় জোট

ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ১২ দলীয় জোট। আজ (রোববার, ২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান উত্তর চলমান পরিস্থিতির ওপর আয়োজিত সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় জোট নেতৃবৃন্দ বলেন, পতিত স্বৈরাচারের প্রেতাত্মা এবং বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি গভীর ষড়যন্ত্র বিদ্যমান। পার্বত্য জেলাগুলোর সহিংসতার দিকে ইঙ্গিত করে জোট নেতৃবৃন্দ বলেন, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির অপচেষ্টা রুখে দিতে হবে।

এছাড়া দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে একটি পক্ষ দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তারা।

নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হস্তে এই সমস্ত নৈরাজ্যকারীদের দমন করার আহ্বান জানান। নেতারা দেশের ভেতরে লুকিয়ে থাকা অগাস্ট বিপ্লবের গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনারও জোর দাবি জানান।

নেতারা মনে করেন প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করছে। অবিলম্বে প্রশাসনকে স্বৈরাচারের প্রভাব মুক্ত করে যোগ্য, সৎ এবং বঞ্চিত কর্মকর্তাদেরকে দেশ পরিচালনায় দায়িত্ব দিতে হবে বলেও সভায় জানানো হয়।

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র এখনও নিরাপদ নয়। সভায় অন্তর্বর্তীকালীন সরকারকে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কঠোর হস্তে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।

জোট প্রধান সাবেক মন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা‘র সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান।

আরো উপস্থিত ছিলেন জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জমিয়তে উলামায়ে ইসলাম এর সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি শওকত আমিন, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েসসহ প্রমুখ।

এএইচ