এবারের আয়োজনের স্লোগান ছিল ‘একটি সুস্থ বিশ্বের জন্য শান্তির ডোজ সীমাহীনভাবে আমরা দাবি করি’। কলেজে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
জননী হোমিও ক্লিনিক ও বেগম হোমিও হলের অর্থায়নে কলেজের হ্যানিমান মিলনায়তনে শিক্ষার্থীরা তুলে ধরেন হোমিও চিকিৎসায় বহুবিধ ওষুধের ব্যবহার।
শিক্ষার্থীরা নিজেদেরকে দেশসেরা হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন। এদিকে, হোমিও চিকিৎসা ছড়িয়ে দিতে মেডিসিন ফেস্ট ভূমিকা রাখবে বলে মনে করেন চিকিৎসকরা।
শিক্ষার্থীদের নিজ উদ্যোগে এমন আয়োজনে অভিভূত শিক্ষকরা বলেন, ‘মেডিসিন ফেস্ট শিক্ষার্থীদের মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তুলবে।’