দেশে এখন
0

সাতদিনের জন্য চালু হলো মেট্রোরেল, খুলেছে কাজীপাড়া স্টেশনও

বিকেল সাড়ে ৩টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে যাত্রার মাধ্যমে পুনরায় চালু হলো মেট্রোরেল। সেই সাথে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা কাজীপাড়া স্টেশনও খোলা হয়েছে। আজ (শুক্রবার, ২০ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে সপ্তাহে সাতদিন মেট্রো চলাচল শুরু হলো।

জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সুযোগে একদল দুর্বৃত্ত মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে তাণ্ডব চালায়। ফলে ১৮ জুলাই থেকে পুরো ট্রেন চলাচলই বন্ধ করে দেয়া হয়। তবে মিরপুর-১০ স্টেশন চালু করতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নতুন উপদেষ্টা দায়িত্ব নিয়ে ২৫ আগস্ট থেকে চালু করেন মেট্রোরেল চলাচল। তবে বাদ থাকে কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন। আর খরচ হয় ১ কোটি টাকারও কম।

অথচ বন্ধ হওয়ার মাত্র ৬২ দিন পর চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। সেই সাথে ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহে সাতদিন চলবে মেট্রোরেল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ।

তিনি জানান, এখন থেকে প্রতি শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিট পর পর মোট ৬০টি ট্রেন আপডাউন করবে। সেই কাজীপাড়া স্টেশন চালু করতে প্রাথমিকভাবে ব্যয় হয়েছে সাড়ে ২০ লাখ টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘২০ তারিখ ৩.৩০ মিনিট থেকে মেট্রোরেলের শনি ও শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে শেষ হবে মতিঝিলে। শুরু হচ্ছে ৭ দিনের মেট্রোরেলের যাত্রা। উত্তরা উত্তর থেকে ৩টা ৩০মিনিট থেকে ৯টা আর মতিঝিল থেকে ৩টা ৪০মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে।’

এএইচ